EIIN : 104792
School Code : 4026 Swanirvar Rangunia, Rangunia, Chittagong; 01817005495
রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় Rangunia Khilmogal Rashik High School Swanirvar Rangunia, Swanirbor Rangunia-4360, Rangunia, Chittagong
01817005495; rkrhs1926@gmail.com
President Message

    সভাপতির বাণী
    রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। ভিশন ২০২১ লক্ষ্য অর্জন করতে সমগ্র দেশবাসী ও দেশের সব প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে এই বিদ্যালয়টি ও দূর্বার গতিতে এগিয়ে চলেছে। একটি সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার্থীদের সর্বাধুনিক পদ্ধতিতে ডিজিটাল ক্লাশরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা হয়। প্রতি বিষয়ের শিক্ষক কে যথাযথ কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে বিষয়ভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরিতে আগ্রহী ও অভিজ্ঞ করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ডিজিটালাইজেশন ও উন্নয়নের শিখরে পৌছে দিবে। সুশৃঙ্খল সুনাগরিক তৈরীর একটি বিদ্যাপিঠ হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠানটি দেশবাসীর দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছে। ওয়েব সাইটে প্রবেশের মধ্য দিয়ে এ শিক্ষালয় তার আপন পরিচয়কে বিশ্বলয়ে তুলে ধরেছে জেনে আমি অত্যান্ত আনন্দিত। তথ্য প্রযুক্তির এ চলমান বিশ্বে ছন্দে তাল মিলিয়ে রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় ও ক্রম অগ্রসরমান। সময়োপযোগী বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত এ সূচনাকে আমি স্বাগত জানাই। তথ্য ও প্রযুক্তির পথে এ নবযাত্রায় রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ,প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, কর্মকর্তা কর্মচারী সকলের জন্য রইল শুভ কামনা।

    মোহাম্মদ রহিম উদ্দিন চৌধুরী
    সভাপতি, পরিচালনা পরিষদ
    রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়
    এবং
    চেয়ারম্যান, ৩নং স্বনির্ভর রাঙ্গুনীয়া ইউনিয়ন পরিষদ
    রাঙ্গুনীয়া, চট্টগ্রাম।