Latest News :
অত্র বিদ্যালয়ের সকলের অবগতির লক্ষে জানানো যাচ্ছে যে, আগামী ০১/১০/২০১৮ ইং হতে জেএসসি পরীক্ষা-২০১৮ ইং ও এসএসসি পরীক্ষা-২০১৯ ইং শিক্ষার্থীদের ফাইনাল নির্বাচনী পরীক্ষা আরম্ব হবে। সকল পরীক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করার নির্দেশ || এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষা-২০১৭ এর ফলাফল আজ ৩০/১২/২০১৭ ইং প্রকাশ করা হবে এবং ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি ও পুনঃভর্তি চলবে। || এতদ্বারা অত্র বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৭/১২/২০১৭ ইং প্রকাশ করা হবে এবং ২৮/১২/২০১৭ থেকে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি ও পুনঃভর্তি চলবে। ||
  • Slide Image

  • Slide Image

  • Slide Image

  • Slide Image

  • Slide Image

  • Slide Image

  • Slide Image

  • Slide Image

  • Slide Image

Latest Notice

বিদ্যালয়ের ইতিহাস


রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম  ৩নং স্বনির্ভর রাঙ্গুনীয়া ইউনিয়নের উত্তর  সাবেক রাঙ্গুনীয়া গ্রামে অবস্থিত। ১৯২৬ সালে স্বর্গীয় রসিক চন্দ্র চৌধুরী প্রদত্ত দানকৃত জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে স্বর্গীয় বীরেন্দ্র লাল পাল ও প্রয়াত আবদুল ছোবাহান তালুকদার বিদ্যালয়ের নামে জমিদান করেন। এই বিদ্যালয়টি ৩নং স্বনির্ভর রাঙ্গুনীয়া ইউনিয়নের শেষ প্রান্তে ২নং হোচনাবাদ ইউনিয়ন ও ৫নং পারুয়া  ইউনিয়নের সংযোগস্থলে প্রতিষ্ঠালাভ করে। যুগ যুগ ধরে এই তিন ইউনিয়নের অধিবাসীগণ এই বিদ্যালয়ে লেখাপড়া করে আসছে। বিদ্যালয়টি প্রাক্তন শিক্ষা অফিসার মরহুম হাজী আজিজুর রহমান এর অক্লান্ত পরিশ্রমে ১৯৪৪ ইং সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে। মরহুম হাজী আজিজুর রহমান সাহেব এই বিদ্যালয়ে ১৯৫০-১৯৫৬ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব ও পালন করেন। বৃহত্তর ৫নং পারুয়া ইউনিয়ন, ২নং হোচনাবাদ ইউনিয়ন ও ৩নং স্বনির্ভর রাঙ্গুনীয়া ইউনিয়নের শিক্ষানুরাগী মহান ব্যক্তিবর্গ যথাঃ স্বর্গীয় রসিক চন্দ্র চৌধুরী, মরহুম হাজী আজিজুর রহমান, মরহুম গুরা মিয়া চৌধুরী, স্বর্গীয় যতীশ চন্দ্র চৌধুরী, স্বর্গীয় শুধাংশু বিমল বিশ্বাস, মরহুম আনোয়ার হোসেন চৌধুরী চেয়ারম্যান, জনাব রফিকুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, স্বর্গীয় যদু গোপাল সাহা, মরহুম এ এইচ এম আবুল কাশেম (অনারারী মেজিস্ট্রেট), স্বর্গীয় ননী গোপাল চক্রবর্তী, স্বর্গীয় সুরেন্দ্র লাল সাহা, মরহুম ছৈয়দ আহমদ তালুকদার চেয়ারম্যান, স্বর্গীয় অতুল চন্দ্র চৌধুরী, মরহুম আলী আকবর তালুকদার, স্বর্গীয় বীরেন্দ্র লাল পাল, মরহুম সুলতান আহমেদ তালুকদার(প্রাক্তন এস.ডি.ও), মরহুম হাসমত আলী চৌধুরী (প্রাক্তন শিক্ষক), মরহুম আবদুল করিম মাতব্বর(প্রাক্তন শিক্ষক), মরহুম ওয়াকিল আহম্মদ তালুকদার চেয়ারম্যান, মরহুম আবদুস ছোবহান তালুকদার ও মরহুম মির্জা ওয়াহেদ আলী মিয়া এই বিদ্যালয় প্রতিষ্ঠায় জড়িত ছিলেন।

সুপ্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে যুগে যুগে অনেক কৃতি সন্ত্রান শিক্ষা লাভ করেছেন। তৎমধ্যে এ,আই,জি অব পুলিশ জনাব নুরুল আলম, ডি.ডি মোঃ ছালেহ আহমদ, সাবেক আই.জি.পি জনাব খোদাবক্স চৌধুরী, ইঞ্জীনিয়ার আমিনুর রহমান, ডাঃ রেজাউল করিম, ডাঃ সুকুমার নন্দী, জনাব নুরুল আলম সাবেক এম.পি (রাজনীতিবিদ) সহ অনেক নাম জানা অজনা কৃতি সন্তান এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

১৯৬৫ পরবর্তী ছাত্র আন্দোলন, পাকিস্তানের সামরিক শাসকের বিরুদ্ধে ১৯৬৯ এর গণ অভ্যূত্থান ও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের অবদান অনস্বীকার্য।

এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদ নুরুন্নবী ও শংকর সাহা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে শহীদ হন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এ,আই,জি অব পুলিশ জনাব নুরুল আলম,মুক্তিযুদ্ধে রাঙ্গুনীয়া উপজেলায় অপারেশনাল প্রধান হিসাবে এবং মোঃ ছালেহ আহমদ (সাবেক ডিডি) থানা প্রধান হিসাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করেন। এছাড়া ও এই বিদ্যালয়টি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসেবে ব্যবহ্নত হয় এবং বিদ্যালয়ের ৩৯ জন প্রাক্তনছাত্র মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ গ্রহন পূর্বক পাকহানাদার বাহিনীর সাথে সম্মূখ যুদ্ধে অংশ গ্রহণ করেন। বিদ্যালয়টিতে বর্তমানে লেখপড়ার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান।

Read More->

Result Search

Class
Department
Session
Exam

President Message

সভাপতির বাণী
রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। ভিশন ২০২১ লক্ষ্য অর্জন করতে সমগ্র দেশবাসী ও দেশের সব প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে এই বিদ্যালয়টি ও দূর্বার গতিতে এগিয়ে চলেছে। একটি সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার্থীদের সর্বাধুনিক পদ্ধতিতে ডিজিটাল ক্লাশরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা হয়। প্রতি বিষয়ের শিক্ষক কে যথাযথ কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে বিষয়ভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরিতে আগ্রহী ও অভিজ্ঞ করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ডিজিটালাইজেশন ও উন্নয়নের শিখরে পৌছে দিবে। সুশৃঙ্খল সুনাগরিক তৈরীর একটি বিদ্যাপিঠ হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠানটি দেশবাসীর দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছে। ওয়েব সাইটে প্রবেশের মধ্য দিয়ে এ শিক্ষালয় তার আপন পরিচয়কে বিশ্বলয়ে তুলে ধরেছে জেনে আমি অত্যান্ত আনন্দিত। তথ্য প্রযুক্তির এ চলমান বিশ্বে ছন্দে তাল মিলিয়ে রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় ও ক্রম অগ্রসরমান। সময়োপযোগী বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত এ সূচনাকে আমি স্বাগত জানাই। তথ্য ও প্রযুক্তির পথে এ নবযাত্রায় রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ,প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, কর্মকর্তা কর্মচারী সকলের জন্য রইল শুভ কামনা।

মোহাম্মদ রহিম উদ্দিন চৌধুরী
সভাপতি, পরিচালনা পরিষদ
রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়
এবং
চেয়ারম্যান, ৩নং স্বনির্ভর রাঙ্গুনীয়া ইউনিয়ন পরিষদ
রাঙ্গুনীয়া, চট্টগ্রাম।

Read More->

Headmaster Message

প্রধান শিক্ষকের বাণী
রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম তথা বাংলাদেশের শিক্ষা বিস্তার ও সুশৃঙ্খল মানব সম্পদ বির্নিমানে এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯২৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রাচীন এ বিদ্যাপীঠ যুগে যুগে জাতিকে উপহার দিয়ে আসছে সুশৃঙ্খল সুনাগরিক। রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, মাল্টমিডিয়ার মাধ্যমে পাঠদান পদ্ধতি, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের মধ্যে সম্পর্ক অত্যান্ত উচুঁমানের বলে পাবলিক পরীক্ষায় এ বিদ্যালয়ের সাফল্য প্রশংসিত হয়ে আসছে।গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা,উপজেলা ও জেলা পর্যায়ে খেলাধুলায়, স্কাউট ও গালসগাইড ও সহপাঠ কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর, সুশৃঙ্খল ও শক্তিশালী জাতি নির্মাণে রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় তার দায়িত্ব পালনে সব সময় দৃঢ় প্রত্যয়ী। ঐতিহ্যবাহী অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে তথ্যনির্ভর ডিজিটাল বাংলাদেশ তথা চলমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধাপ্রদান ও তথ্য বিনিময়ে  এই ওয়েব সাইটের মাধ্যমে ভূমিকা পালন করে যাচ্ছে। পর্যায়ক্রমে এই ওয়েব সাইটের মাধ্যমে আরও ব্যাপকভাবে সকল শ্রেণির ব্যবহারকারীর জন্য তথ্য আদান প্রদান করতে এই প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।


মোঃ আবদুর রহমান
প্রধান শিক্ষক
মোবাইলঃ:০১৮১৭০০৫৪৯৫

Read More->

Complain/Suggest Corner

Calendar